দিবাকর সরকার, কলাপাড়া প্রতিনিধি: আশা কলাপাড়া অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোঃ অহিদুল ইসলাম দুপুর ১টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাসনাত মোহাম্মদ শহিদুল হক এর কাছে খাদ্য সামগ্রী হস্তান্তর করে। ২০০ পরিবারের জন্য প্রতিটি ব্যাগে ছিলো ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি লবন, ১ লিটার সয়াবিন তৈল, ও ২ কেজি ডাল। বর্তমান করোনা পরিস্থিতির প্রেক্ষিতে সকল জেলা উপজেলা পর্যায়ে ১ লাখ পঞ্চাশ হাজার দরিদ্র পরিবারকে ১২ কোটি টাকার খাদ্য সহায়তা দেয়ার কার্যক্রম পরিচালনা করছে “আশা”। তারই ধারাবাহিকতায় আজকে কলাপাড়া উপজেলায় এই খাদ্য সামগ্রী হস্তান্তর করা হলো।

উক্ত হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলো, আশা-কলাপাড়া সদর ব্রাঞ্চের সিনিয়র ম্যানেজার মোঃ তছির উদ্দিন, সিনিয়র সহঃ ম্যানেজার মোঃ হুমায়ুন কবির (ফারুক) এবং গ্রাহক প্রতিনিধি মোঃ শেখ যুবরাজ।