সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি:
বরগুনার আমতলী পৌরসভায় প্রধানমন্ত্রীর উদ্যোগে জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
শনিবার দুুপুর ১টায় পৌরসভা চত্ত্বরে ৮ ও ৯নং ওয়ার্ডের ১৪৪ জন জেলেদের মাঝে ৪০ কেজি করে চাল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের উপস্থিতিতে এ চাল বিতরণ করেন পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান।
পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন, সকল জেলেই পর্যায়ক্রমে এ ত্রাণ সহায়তা পাবেন, ধৈর্য্য হারা হবেন না। সামাজিক দুরুত্ব বজায় রেখে প্রকৃত জেলেদের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, মহামারী করোনায় কোন জেলে অভূক্ত থাকবে না। যারা এ ত্রাণ পাবেনা তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের কাছে ত্রাণ পৌছে দিব।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, মৎস্য ক্ষেত্র সহকারী বাবু জগদীস চন্দ্র শীল, প্যানেল মেয়র মোঃ হাবিবুর রহমান ও সাংবাদিকবৃন্দ।