দিবাকর সরকার, কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মো: শাহজালাল ভূঁইয়াকে তলব করেছেন আদালত। মঙ্গলবার বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের জ্যেষ্ঠ বিচারক মো: মনিরুজ্জামানের আদালত পুলির্শ পরিদর্শক মো: আসলামের মাধ্যমে তাকে আদালতে তলব করেন। আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মো: শাহজালাল ভূঁইয়ার নেতৃত্বে মাদক বিভাগের দুই উপ-পরিদর্শক ও এক সিপাহী ৪ জুন পৌরশহরের পশ্চিম বাদুরতলী এলাকা থেকে হানিফ হাওলাদারের পুত্র সাকিব হাওলাদারকে (২৮) ১০ পিস ইয়াবা সহ আটক করে। থানায় মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরন করা হয়। মঙ্গলবার (৫জুন) আসামী পক্ষের কৌশুলী গ্রেফতারকালীন সময়ে সাকিবকে নির্যাতন করায় তার বাম পায়ে গুরুতর আঘাত এবং মাদক বিভাগ তাকে চিকিৎসা করানোর বিষয়টি এড়িয়ে যাওয়ায় আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মো: শাহজালাল ভূঁইয়াকে আদালতে তলব করেন। আদালতের পুলিশ পরিদর্শক মো: আসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মো: শাহজালাল ভূঁইয়ার মুঠো ফোন বন্ধ থাকায় তাকে আদালতে তলবের বিষয়টি জানানো সম্ভব হয়নি।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.