কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া চৌকি আদালত আইনজীবী কল্যান
সমিতির উদ্দোগে মঙ্গলবার পুরাতন আদালত কম্পাউন্ডের আইনজীবী ভবনে
দোয়া-মিলাদ ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে।

দোয়া-মিলাদ ও ইফতার পার্টিতে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট
আদালতের জ্যেষ্ঠ  বিচারক মো: মনিরুজ্জামান, সিনিয়র সহকারী জজ আদালতের
বিচারক মো: কামাল খাঁন,  পটুয়াখালী জেলা আইনজীবি সমিতির সভাপতি
অ্যাডভোকেট ইউনুস আলী মোল্লা, কলাপাড়া থানার অফিসার ইন-চার্জ মো:
জাহাঙ্গীর হোসেন, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মেজবাহ উদ্দীন মান্নু,
সিনিয়র অ্যাডভোকেট মো: দেলোয়ার হোসেন, জেলা আইনজীবি সমিতির কলাপাড়াস্থ
প্রতিনিধি ও চৌকি আদালত আইনজীবী কল্যান সমিতির সভাপতি অ্যাডভোকেট নাথুরাম
ভৌমিক, সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দীন সহ কলাপাড়া চৌকি আদালতে
প্রাকটিসরত আইনজীবি ও আদালতের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতার পূর্ব দোয়া-মিলাদে চৌকি আদালতে প্রাকটিসরত আইনজীবি মো: হাবিবুর
রহমান ও তপন কুমার ভৌমিক এর আরোগ্য লাভে দোয়া করা হয়। দোয়া মোনাজাত
পরিচালনা করেন আদালত মসজিদের ইমাম মাওলানা মো: মুসা।