আত্মহত্যা

‘গভীর রাতে হালিমার মায়ের কান্নার শব্দ শুনে গিয়ে দেখি হালিমা শোয়ার ঘরের বাঁশের আড়ার সাথে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে’

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় হালিমা (১৫) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (১০ মার্চ) গভীর রাতে নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

হালিমা তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের মাগুরা গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে এবং কাজী শাহাবুদ্দিন বালিকা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী।

হালিমার চাচা শহিদুল ইসলাম জানান, আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। গভীর রাতে হালিমার মায়ের কান্নার শব্দ শুনে গিয়ে দেখি হালিমা শোয়ার ঘরের বাঁশের আড়ার সাথে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। তবে কি কারণে আত্মহত্যা তারা এ বিষয়ে কেউ কিছু জানাতে পারেননি।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম বলেন, “মেয়েটি কি কারণে আত্মহত্যা করেছে তা এই মুহুর্তে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য তার লাশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”