বিয়ে

কনের বাড়িতে চলছিল বিয়ের আয়োজন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় বাল্যবিয়ের অপরাধে এক মাসের কারাদণ্ড দিয়ে বরকে জেলহাজতে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৯ মার্চ) বিকেলে উপজেলার শিলাউর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সাজার আদেশপ্রাপ্ত ওই ব্যক্তির নাম সাদ্দাম হোসেনের (২৭)। তিনি উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দ গ্রামের উত্তর পাড়ার তোতা মিয়ার ছেলে। 

খোঁজ নিয়ে জানা গেছে, সাদ্দাম হোসেনের সঙ্গে পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী আজ দুপুরে বিয়ে হওয়ার কথা শিলাউর গ্রামের বাসিন্দা নবম শ্রেণির ওই ছাত্রীর। সে অনুযায়ী কনের বাড়িতে চলছিল বিয়ের আয়োজন। কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে পুলিশসহ হাজির হন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। পরে বিয়ে বন্ধ করে দেওয়া হয়। 

এ বিষয়ে পঙ্কজ বড়ুয়া বলেন, বাল্যবিয়ের অপরাধে একজনকে এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া প্রাপ্তবয়ষ্ক হওয়ার আগে ওই কিশোরীকে বিয়ে না দেওয়ার মুচলেকা নেওয়া হয়েছে তার মায়ের কাছ থেকে।