কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীতে কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের ইফতার ও
দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার পৌরশহরের কুমারপট্টিস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ দোয়া-মাহফিলে প্রধান অতিধি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো: মাহবুবুর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন এতিমখানা জামে
মসজিদের পেশ ইমাম নিজাম উদ্দিন। ইফতার ও দোয়া মিলাদে কলাপাড়া উপজেলা আ.লীগ, পৌর আ.লীগ, ইউনিয়ন আ.লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।