মাতৃভাষা শিক্ষার সুযোগ বহাল রাখার দাবিতে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে গণসমাবেশ। গত ১৮ ডিসেম্বর বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কেবিনেট মিটিংয়ে কমিউনিটি ল্যাঙ্গুয়েজ সার্ভিস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ টিচার্স অ্যাসোসিয়শেন (বিটিএ) ইউকের আহ্বানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গত শনিবার পূর্ব লন্ডনের স্থানীয় লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে অনুষ্ঠিত এ সমাবেশে স্থানীয় ও আঞ্চলিক প্রায় চল্লিশটিরও বেশি সংগঠন অংশ নেয়। বিটিএ সভাপতি মোহাম্মদ আবু হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সিরাজুল বাসিত চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর রোয়াব উদ্দিন এতে শুভেচ্ছা বক্তব্য দেন।

সমাবেশে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন বলেন, ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত কমিউনিটি ল্যাঙ্গুয়েজ দীর্ঘ চল্লিশ বছর পর আগামী ১৯ ফেব্রুয়ারির বাজেট অধিবেশনে বন্ধ হতে যাচ্ছে। প্রজেক্টটি বন্ধ করে কাউন্সিল সংখ্যালঘুদের নাগরিক অধিকার লঙ্ঘন করতে যাচ্ছে।

গণসমাবেশে বক্তব্য দেন চ্যানেল এসের চেয়ারম্যান আহমাদুস সামাদ চৌধুরী, গ্রেটার সিলেট কাউন্সিলের প্যাট্রন ড. হাসনাত এম হোসেন এমবিই, টাওয়ার হ্যামলেটস প্যারেন্টস সেন্টারের পরিচালক ডক্টর আবদুল হান্নান, বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রধান উপদেষ্টা শাহগির বক্ত ফারুক, কাউন্সিল অব মস্কের চেয়ারম্যান মাওলানা শামসুল হক, লেবার দলীয় বিএএমইর সভাপতি জুনেদ আহমেদ সুন্দর, লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক চৌধুরী, গ্রেটার সিলেটের সভাপতি ব্যারিস্টার আতাউর রহমান, আল হুদা মসজিদের ইমাম মাওলানা আব্দুল কাদের সালেহ ও ভয়েস অব জাস্টিসের সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী প্রমুখ।