কে জানতো? তোমার শরীর পাল্টানো খেলায়,
এখনো মাটির গন্ধ…
দেহ টের পাই-
কীর্তনখোলায় ক্লান্ত মাছের ডানা ওড়ানো ঢেউ;
গোপন রূপকথার আমরত্ব খুঁজে পাই :আগুনমুখার
বাপ্তাজিত জল…
এই জনপদে তুমি পক্ষিরাজ ডানা পরানো উড়াল ছিলে না কি?
জল কল্লোলের সানাই শুনতে পাচ্ছি…
হৃদয়ে নিবিড়-
জোয়ারের উচাটন,
নৌকো তীরে বাঁধা।