শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে শিশু দু’টির মরদেহ উদ্ধার করে পুলিশ
রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ানের একটি বাসায় গভীররাতে দুই সন্তানকে জবাই করে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন আক্তারুন্নেছা পপি (৩৫) নামে এক নারী।
শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে শিশু দু’টির মরদেহ উদ্ধার করে পুলিশ।
শিশু দুইটি ন্যাশনাল আইডিয়াল স্কুলের ৪র্থ ও ১ম শ্রেণীর শিক্ষার্থী। নিহতের স্বামী মোজাম্মেল হকের একটি ইলেক্ট্রনিক্সের দোকান আছে। তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায়।
পুলিশ জানায়, শুক্রবার রাতে দুই মেয়ে আলফি (১১) ও জান্নাতকে (৬) জবাই করে নিজের শরীরে আগুন দেন পপি। শনিবার সকালে খবর পেয়ে শিশু দুইটির মরদেহ উদ্ধার করেন তারা। এসময় ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পপির শরীরের ১৮% দগ্ধ হয়েছে।”