অনলাইন ডেস্ক : রম্নপালি পর্দায় মুখোমুখি হচ্ছেন এই প্রজন্মের দুই চিত্রনায়িকা পরীমনি ও শবনম বুবলী। পরীমনি অভিনীত ‘আমার প্রেম আমার প্রিয়া’ ও বুবলীর ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইলস্ন্যা মাইয়া’ ছবি দুটি আসছে ঈদে মুক্তি পাবে।
জানা গেছে, এই ছবির মাধ্যমে প্রথমবার নায়ক কায়েস আরজুর সঙ্গে বড়পর্দা ভাগাভাগি করতে দেখা যাবে পরীমনিকে। ছবিটি পরিচালনা করেছেন শামীমুল ইসলাম শামীম।
এ প্রসঙ্গে নির্মাতা জানান, আমি আমার ছবিটি নিয়ে ঈদের জন্য পুরোপুরি তৈরি আছি। ঈদে ছবিটি হার্টবিট প্রডাকশনের ব্যানারে আসবে।’
ছবিটি পরীমনি জানায়, ছবিটি যেহেতু ঈদের জন্য পুরোপুরি প্রস্তুত আছে সেহেতু ছবিটি ঈদের মুক্তি দেয়া উচিত। যদিও এই বিষয়গুলো সম্পূর্ণ পরিচালক আর প্রযোজকের। আশা করি, দর্শক ছবিটি দেখে আনন্দ পাবেন।
ছবির নায়ক কায়েস আরজু বলেন, ‘আমি এই ছবিতে একজন নাপিতের ছেলের ভূমিকায় অভিনয় করেছি। আমাকে দর্শক এর আগে যত ছবিতে দেখেছেন, এই ছবিতে ভিন্নতা পাবেন। গল্পের বিষয়ে বলব, এটি আমাদের সমাজের সাধারণ প্রেমের গল্প। পরীর সঙ্গে আমি এই প্রথমবার জুটি বেঁধে কাজ করেছি। ছবিতে আমাদের সুন্দর রসায়ন দর্শক পছন্দ করবেন বলে আমি মনে করি।’
ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের প্রযোজনায় ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিতে পরীমনি, কায়েস আরজু ছাড়া আরও অভিনয় করছেন মিশা সওদাগর, আলীরাজ, রেবেকা, ডন প্রমুখ।
এদিকে শাকিব-বুবলী অভিনীত ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইলস্ন্যা মাইয়া’ ছবিটি এরই মধ্যে ৩০টি হলে বুকিং নিশ্চিত করেছে।
উত্তম আকাশ আরও জানান, ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইলস্ন্যা মাইয়া’ ছবির তিনটি গানের শুটিং হয়েছে থাইল্যান্ডের মনোরম লোকেশনে। আমার বিশ্বাস, চট্টগ্রাম আর নোয়াখালী দুই অঞ্চলের দুই পরিবারের দ্বন্দ্ব ও প্রেম ভালোবাসার গল্প নিয়ে নির্মিত এই ছবিটি দর্শকরা এই ঈদে গ্রহণ করবে।
ছবিটি নিয়ে চিত্রনায়িকা বুবলী জানায়, শাকিব খানের সঙ্গে
এটি আমার অষ্টম ছবি। এই ঈদের চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইলস্ন্যা মাইয়া গল্পটি অনেক মজার। আশা করি, দর্শক ছবিটি দেখে
মজা পাবে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.