দিল্লি-সিএএ

দিল্লি পুলিশের প্রশংসা করে শাহ বলেন, ‘পুলিশ ঘটনাস্থলেই ছিলো। আর ৩৬ ঘণ্টার মধ্যে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে’

ভারতের রাজধানীর রাস্তায় সহিংসতা ঠেকাতে সাধ্যমতো চেষ্টা চালিয়েছে দিল্লি পুলিশ। তাদের চেষ্টাতেই উত্তর-পূর্ব ছাড়িয়ে অন্যত্র হিংসা ছড়িয়ে পড়তে পারেনি বলে দাবি করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে সেখবর।

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষে ফেব্রুয়ারির শেষদিকে উত্তাল হয়ে ওঠে দিল্লি। বিরোধীদের চাপে বুধবার (১১ মার্চ) লোকসভায় এনিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় ভারতের কেন্দ্রীয় সরকারকে। সেখানেই দিল্লি পুলিশকে দরাজকণ্ঠে সার্টিফিকেট দেন অমিত শাহ। অন্যদিকে, এর প্রতিবাদে কক্ষ ত্যাগ করেন কংগ্রেস সাংসদরা।

সিএএ-বিরোধী ও সমর্থকদের সংঘর্ষে গত ২৩ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত সবমিলিয়ে ৫৩ জন প্রাণ হারান, আহত হন ২০০-র বেশি মানুষ। পুরো ঘটনায় দুঃখ প্রকাশ করলেও, পুলিশের তরফ থেকে কোনও গাফিলতি ছিল না বলেও সাফ জানিয়ে দেন শাহ। 

তিনি বলেন, ‘‘সহিংসতার ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের শ্রদ্ধা জানাই। সমবেদনা জানাই ক্ষতিগ্রস্তদের পরিবার-পরিজনকে। তবে ২৫ ফেব্রুয়ারির পর আর কোনও সহিংসতার ঘটনা ঘটেনি। বিষয়টিকে নিয়ে খামোকা রাজনীতি করা হচ্ছে।’’

দিল্লি পুলিশের প্রশংসা করে শাহ বলেন, ‘‘প্রশ্ন উঠছে ঘটনার সময় দিল্লি পুলিশ কী করছিল। পুলিশ ঘটনাস্থলেই ছিল। ৩৬ ঘণ্টার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা। পুলিশের তৎপরতার জন্যই সহিংসতা অন্যত্র ছড়িয়ে পড়েনি।’’