মৃত্যুকালে সন্তু মুখোপাধ্যায়ের বয়স হয়েছিল ৬৯ বছর। পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে জানিয়েছে, দীর্ঘদিন ক্যান্সার ও বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।
বুধবার রাত ১১টা ৪৫ মিনিটে ক্যাওড়াতলা শ্মশানে সন্তু মুখোপাধ্যায়ের শেষকৃত্য হবে।
সন্তু মুখোপাধ্যায় ১৯৭৫ সালে ‘রাজা’ সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু করেন। এরপর তাকে দেখা গেছে প্রায় শতাধিক সিনেমায়। এছাড়া একাধিক ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি।