যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নাডাইন ডরিস

এই প্রথম যুক্তরাজ্যের কোনো এমপি করোনাভাইরাসে আক্রান্ত হলেন

করোনাভাইরাস- কোভিড-১৯- এ আক্রান্ত হয়েছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নাডাইন ডরিস। ডরিস নিজেই গণমাধ্যমকে অবহিত করেন বলে মঙ্গলবার (১১ মার্চ) বিবিসি’র একটি প্রতিবেদনে বলা হয়।

ডরিস কনজারভেটিভ পার্টির এমপি। এই প্রথম যুক্তরাজ্যের কোনো এমপি করোনাভাইরাসে আক্রান্ত হলেন। ইতোমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে ৬ জনের প্রাণহানি হয়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮২ জনে।

সাংবাদিকদের ডরিস জানান, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়ার পর পূর্বসতর্কতামূলক চিকিৎসা নিচ্ছেন এবং ডাক্তারদের পরামর্শ মেনে চলছেন। নিজের বাড়িতে “সেলফ আইসোলেশনে” আছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী।