ইতালিতে করোনাভাইরাসে প্রাণহানি বাড়তে থাকায় এই ভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে দেড় সপ্তাহের জন্য সব স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

দেশটির শিক্ষামন্ত্রী লুসিয়া অ্যাজালিনার বরাত দিয়ে বুধবার রাতে ব্রিটিশ গণমাধ্যম দি ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। লুসিয়া অ্যাজোলিনা নিশ্চিত করেছেন, দেশটির সব শিক্ষাপ্রতিষ্ঠান বৃহস্পতিবার থেকে ১৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।


ইতালিতে করোনাভাইরাস বা কভিড-১৯ রোগ ছড়িয়ে পড়ার পর দেশটির উত্তরাঞ্চলের স্কুল ও
বিশ্ববিদ্যালয়গুলোই সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। এই অঞ্চলের বেশি কিছু
শহরকে কোয়ারেন্টাইন বা মোটামুটি বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছে। এ ছাড়া এই
অঞ্চলের স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলো ১০ দিন আগেই বন্ধ করে দেওয়া হয়েছে।

ইউরোপের দেশ ইতালিতে করোনাভাইরাসে
আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে। এখন পর্যন্ত দেশটিতে এই
ভাইরাসে আক্রান্ত হয়েছে তিন হাজারেরও বেশি মানুষ। এর মধ্যে গত ২৪ ঘণ্টাতেই
পাঁচশ’র বেশি মানুষ নতুন করে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কঁতে জানিয়েছেন, ভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে সরকার সম্ভব সব কিছুই করছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর এখন পর্যন্ত বিশ্বের প্রায় ৮০টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। চীনের পর ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া ও জাপানে এই ভাইরাসের প্রাদুর্ভাব বেশি দেখা যাচ্ছে। বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে প্রায় ৯১ হাজারে পৌঁছেছে, যার মধ্যে শুধু চীনেই আক্রান্তের সংখ্যা ৮০ হাজারের বেশি। এই ভাইরাসে এখন পর্যন্ত চীনে ২ হাজার ৯৪৬ জনের মৃত্যু হয়েছে। আর চীনের বাইরে অন্য দেশগুলোতে মৃত্যু হয়েছে ১৬৬ জনের।