অনলাইন ডেস্ক : হঠাৎ করেই বছরের শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছিল ইউটিউব সেলিব্রেটি সালমান মুক্তাদির ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া ইসলামের প্রেম! আগে থেকেই অনেকে জানতেন সালমান-জেসিয়া ভালো বন্ধু।
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হবার পর সালমান তার প্রিয় বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে স্ট্যাটাসও লিখেছিলেন। কিন্তু বিপত্তি ঘটে সালমান-জেসিয়ার ব্যাক্তিগত চ্যাটিংয়ের কিছু স্ক্রিণ শট ভাইরাল হবার পর।
আবারও আলোচনায় তারা, তবে এবার স্ক্রীনশটে নয়, ভিডিও দিয়ে। এমন একটি ভিডিও সালমান মুক্তাদির তার স্ন্যাপচ্যাটে আপ করেছেন যেখানে দেখা যাচ্ছে সালমান আর জেসিয়া একটি বিছানার উপর ছিলেন। এমন সময় সালমান মুক্তাদির তার পা এগিয়ে দিচ্ছেন জেসিয়ার দিকে আর জেসিয়া তখন তার শরীরের কাপড় ঠিক করছিলেন। সালমান মুক্তাদির সেখানে জেসিয়াকে পা ধরে মাফ চাইতে বলছেন। আর ঠিক তখনি জেসিয়া সালমান মুক্তাদিরের পা ধরে তা তার শরীরের উপরের অংশে স্পর্শ করায়। এরপপরই ভিডিওটি শেষ হয়ে যায়।
সালমান মুক্তাদির ও জেসিয়া ইসলামের ভিডিওটি ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ার মানুষদের কাছে।
ফেসবুক ব্যাবহারকারী সাবিদ মাহমুদ নামে এক ব্যাক্তি তার আইডিতে এ বিষয়ে লিখেছেন, #Salman_the_brown_fish,, & yap #miss_world_jessia_islam যিনি নাকি গোটা বাংলাদেশ কে রিপ্রেজেন্ট করবে,, লজ্জা লাগে এদের মত মানুষ পুরা মিডিয়া টা দাপ্রিয়ে বেড়ায় আর ট্যালেন্টেড যারা, তারা কোন কাজের সুযোগ পায় নাহ,, #snap_chat এ এরকম একটি ভিডিও আপলোড করে নিজেদের কি প্রমান করতে চাইলো?? উত্তর টা দিবে জনগণ 🙂
caption দিয়ে আপনাদের মতামত দিয়ে দিন আপনার টাইমলাইন এ,, ওদের ও চোখ এ পরা উচিৎ,, যে এরা যাই করবে সব ই এন্টারটেইনমেন্ট হিসেবে নিবে না সবাই,, সব কিছুর ই লিমিট রাখা উচিৎ
প্রসঙ্গত, মিস ওয়ার্ল্ডের মাধ্যমে তারকাখ্যাতি পান জেসিয়া ইসলাম। তবে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এ অংশগ্রহণের আগেও গ্ল্যামার ওয়ার্ল্ডে নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন জেসিয়া। ফ্যাশন হাউজ এক্সটেসির মডেল হিসেবে কাজ করেছেন তিনি। অন্যদিকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তা পান সালমান মুক্তাদির।