অনলাইন ডেস্ক : পাড়ার বড় ভাই রমজান। অনেকটা মাস্তান টাইপের, কুকুর ছাড়া আর কাউকেই ভয় পায় না। দুলাল ও শুভ তার শিষ্য। এ ছাড়া আরেক শিষ্য আছে সাকিব। রমজানের একটা ফেসবুক আইডি আছে। সেটা সাকিব খুলে দিয়েছে। আইডিতে রমজানের বড় ভাই বড় ভাই ভাবের একটা ছবি দেওয়া আছে। সেখানে প্রায় হাজার তিনেক মানুষ তাকে ফলো করে। রমজান পাড়ায় সবার কাছে সমীহ পায়। ফেসবুক হোক কিংবা পাড়ার জুনিয়রদের সমীহ থেকেই হোক রমজান নিজেকে একটা পাবলিক ফিগার মনে করে। তার একটাই টেনশন, নাঈমা। সে পাড়ার সবচেয়ে সুন্দরী মেয়ে আর রমজানের প্রেমিকা। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘রমজান ভাই পাবলিক ফিগার’। আপেল মাহমুদের রচনায় এটি পরিচালনা করেছেন শেখ সেলিম। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, তানিয়া বৃষ্টি, আনন্দ খালেদ প্রমুখ। এটিএন বাংলায় ঈদের তৃতীয় দিন রাত সাড়ে ৮টায় নাটকটি প্রচার হবে।