অনলাইন ডেস্ক : দেহ ব্যবসায় জড়িত থাকার অভিযোগে সঙ্গীতা বালান নামে তামিলের জনপ্রিয় এক অভিনেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার চেন্নাইয়ের পানায়ুরের একটি প্রাইভেট রিসোর্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ভারতের শীর্ষস্থানীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, গোপন সূত্রে খবর পেতেই রিসোর্টটিতে হানা দেয় পুলিশ। সঙ্গীতার সঙ্গে এই ব্যবসায় জড়িত থাকায় সুরেশ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের তৎক্ষণাৎ তদন্তের জেরে বেশ কয়েকজন কমবয়সী অভিনেত্রীকে উদ্ধার করা হয়।

সঙ্গীতা বালান তামিলের টেলিভিশনের জনপ্রিয়া মুখ। ‘বানি রানি’ ধারাবাহিকে তার অভিনয় বহু প্রশংসিত হয়েছিল। টেলিভিশন ছাডা়ও তিনি বিভিন্ন ছবিতেও অভিনয় করেছেন। ১৯৯৬ সালে তামিল হরর ফিল্ম ‘কারুপ্পু রোজা’য় ডেবিউ করেন অভিনেত্রী। তার পর চলে আসেন ছোটপর্দায়।

২০০৯ সালে ‘চেল্লামে’ ড্রামা সিরিজে ফিমেল গ্যাংস্টার হিসেবে তার অভিনয় দক্ষতায় মুগ্ধ হয় দর্শক। এ ছাড়া ‘অবল’ সিরিয়ালে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভনয় করেন সঙ্গীতা। তবে ‘বানি রানি’ হাত ধরে জনপ্রিয়তার শীর্ষে ওঠেন তিনি।