আগুন। কণ্ঠশিল্পী ও অভিনেতা। মিছিল ও প্রত্যয় খানের সংগীতায়োজনে ‘কালো পাথর’ শিরোনামে নতুন একটি গান করেছেন তিনি। কথা হলো তার সঙ্গে-
কেমন হলো ‘কালো পাথর’ গানটি?
গানটির কথা বেশ অসাধারণ। এটাই গানটির বিশেষত্ব। তুই যে আমার কালো পাথর আয়না তোরে ছুঁইয়া একটু সাদা করে দেই…। ছেলে মিছিল ও প্রত্যয় খান অসাধারণ সংগীতায়োজন করেছে। গানটি নিয়ে আমি বেশ আশাবাদী। শিগগিরই বঙ্গবিডির ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ হবে।
অভিনয়ে ফিরছেন কবে?
মনের ওপর জোর খাটিয়ে কিছু করতে চাই না। ভালো না লাগলেও নিয়মিত অভিনয় করতে হবে- এটাও মনে করি না। ইদানীং গানের পেছনে বেশি সময় দিচ্ছি। ‘মিষ্টিপান’ ধারাবাহিকের পর নতুন কোনো নাটকে অভিনয় করিনি। স্টেজ শো, প্রত্যেক মাসে একটি গান প্রকাশ নিয়েই ব্যস্ত সময় কাটছে। আর অনেক দিন নতুন গান প্রকাশ কম করছিলাম। গান প্রকাশের ঝুলি আরেকটু সমৃদ্ধ করার চেষ্টা করছি। তবে এটা সত্য যে, অভিনয়ে আমার বেশ বিরতি চলছে। ভক্তদের জন্য আশার কথা হলো, আবারও অভিনয়ে ফিরছি। হুমায়ূন আহমেদের উপন্যাস নিয়ে একটি ধারাবাহিক নির্মাণ করছেন অরুণ চৌধুরী। এতে আমি অভিনয় করব। শিগগিরই এর কাজ শুরু হবে।
সর্বশেষ প্রকাশিত হয়েছে ‘এভাবে নয়’ গানটি। এটি নিয়ে শ্রোতাদের প্রতিক্রিয়া কী?
প্রতি মাসে শ্রোতাদের একটি নতুন গান উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলাম। সেই ধারাবাহিকতায় ‘এভাবে নয়’ গানটি করেছি। এরই মধ্যে গানটি নিয়ে শ্রোতাদের মধ্যে বেশ ইতিবাচক সাড়া পেয়েছি।
জনপ্রিয় কিছু গান রিমিক্স করার কথা ছিল। তার কী খবর?
একক অ্যালবাম নয়, ভাবছি নতুনভাবে ব্যান্ডের গান গাইব। সাডেনের ব্যান্ডের প্রথম অ্যালবামের ‘আমি যখনই’, ‘দেখি তোমাকে’, ‘ঘুমিয়ে পড়ো যদি আমায় ভেবে’, ‘নিশি রাতে যদি দেখ আমাকে’, ‘উত্তাল সমুদ্রের মাঝে’ গানগুলোর নতুন করে মিউজিক কম্পোজিশন করেছি। শিগগিরই শ্রোতারা এই গানগুলো শুনতে পাবেন।
সিনেমার গানে আপনাকে এখন আর সেভাবে পাওয়া যায় না। এর কারণ কী?
সিনেমায় গান গাওয়ার প্রস্তাব খুব কম আসে। তবে এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমার গানে কণ্ঠ দিয়েছি। এ মুহূর্তে ছবির নাম মনে করতে পারছি না।
সংগীতের বর্তমান অবস্থাকে কেমন মনে হয়?
মুক্তবাজার অর্থনীতিতে আমি একেবারেই হতাশ। হালকা কথার গানই বেশি হচ্ছে। মিজজিক ভিডিও দিয়েই অডিও ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাচ্ছে। এটি এখন ভিডিও ইন্ডাস্ট্রি হয়েছে। বাজারটা সবাই নষ্ট করে ফেলেছে। নষ্ট জিনিস দিয়ে কিছু হয় না। তরুণরা ভালো ভালো মিউজিক করছে। এটা আশার কথা। এখন আমাদের নতুন স্বপ্ন দেখতে হবে।