মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম

রবিবার প্রথমবারের মতো বাংলাদেশে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে

বাংলাদেশে প্রথমবারের মতো রবিবার (৮ মার্চ) শনাক্ত হয়েছে করোনাভাইরাস-কোভিড-১৯ এর আক্রান্ত তিন রোগী। ভাইরাসটি ছড়িয়ে পড়ার ঝুঁকি কমাতে সোমবার (৯ মার্চ) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের টিকিট বিক্রি কমিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  

সোমবার (৯ মার্চ)  বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। বিসিবির এই কর্মকর্তা বলেন, জিম্বাবুয়ের বিরুদ্ধে দুটি টি-টোয়েন্টি ম্যাচে একজনের কাছে শুধু একটি টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার জনসমাগমে নিরুৎসাহিত করার সিদ্ধান্ত নিয়েছে। এর জের ধরে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ২৫ হাজার। টিকিট বিক্রি কমিয়ে এনে মোট ধারণ ক্ষমতার এক পঞ্চমাংশ দর্শকের উপস্থিতি আশা করছে বিসিবি। 

বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হয়েছে সন্ধ্যা ৬টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন।

গতকাল রবিবার প্রথমবারের মতো বাংলাদেশে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তাদের দুজন সম্প্রতি ইতালি থেকে বাংলাদেশে ফেরেন।