তামিম-মাশরাফি

দুই বছরের জন্য ওয়ানডে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে তামিম ইকবালকে

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে ওপেনার তামিম ইকবালকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ওয়ানডে অধিনায়কের পদ থেকে মাশরাফি বিন মোর্তুজা সরে দাঁড়ানোর পর রবিবার (৮ মার্চ) নতুন ওয়ানডে অধিনায়ক নির্বাচন করতে বিসিবি’র জরুরি বৈঠক শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি জানান, আগামী দুই বছরের জন্য ওয়ানডে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে তামিমকে।