এ পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ডব্লিউএইচও’র মহাপরিচালক
চীনে উৎপত্তি হওয়া নভেল করোনাভাইরাসসৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। বিশ্বব্যাপী এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,৪০০ জনে। এদের মধ্যে বেশিরভাগই চীনের মূল খণ্ডের হলেও বর্তমানে বিশ্বের ৭৯টি দেশে ছড়িয়ে পড়েছে এ ভাইরাসটি।
শনিবার (৭ মার্চ) বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী এ তথ্য জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বিবিসি জানিয়েছে, ইতালিতে শনিবার পর্যন্ত এ ভাইরাস আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৭ জনে। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৪৯ জন মারা গেছেন। দেশটিতে এ পর্যন্ত ৪,৬০০ আক্রান্ত হয়েছেন। ডিসেম্বরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর থেকে বর্তমানে চীনের পর ইতালিতেই সবচেয়ে বেশি সংখ্যক মানুষ এ ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছেন।
এ পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ডব্লিউএইচও’র মহাপরিচালক টেড্রস অ্যাডহ্যানম হেব্রেইয়েসাস। তিনি বিশ্বের সবদেশকে এ বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন।
সিএনএন এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রে ২৮টি স্টেটে ৩২৯ জন করোনাভাইরাস আক্রান্ত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
শুক্রবার রাত পর্যন্ত ইরানে ৪,৭০০ জন এ ভাইরাস আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১২৪ জন এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। অন্যদিকে ইরানের সীমান্ত সংলগ্ন দেশ ইরাকে নতুন করে ৮ জন এ ভাইরাস আক্রান্ত হয়েছেন। ফলে দেশটিতে এ পর্যন্ত ৪৬ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।