আইয়ুব বাচ্চু

হারানো প্রেম ‘সাবিত্রী রায়’, স্কুলের বন্ধু ‘অনিমেষ’ কিংবা রাতের ফুল ‘মাধবী’ আজো মানুষের মনে হাহাকার তুলে যায়

একদিন ঘুম ভাঙা শহরে জেগে উঠে সবাই শুনলেন এক জাদুকর সবাইকে ফাঁকি দিয়ে চলে গেছেন। সেই জাদুকর, যিনি গিটারে আঙুল ছোঁয়ালে বোবা গিটার যেন নিজেই গেয়ে উঠতো জাদুর ছোঁয়ায়। বাংলার সুর তিনি গিটারে তুলে ছড়িয়ে দিয়েছিলেন সীমাহীন সীমানায়। 

এখনো এক প্রত্যাখ্যাত প্রেমিক তার প্রেমিকার কথা ভেবে আপন মনেই গেয়ে ওঠে, ‘সে তারা ভরা রাতে, আমি পারিনি বোঝাতে, তোমাকে আমার মনের কথা’। তার ভেতরের চাপা কান্না সুরের মায়ায় ছড়িয়ে পড়ে চারদিকে। এরকম অসংখ্য সময়, অনুভূতি আর ভাবকে ছুঁয়ে গেছে তাঁর গিটারের সুর। 

শেষ বিকেলে ক্লাস শেষে ভার্সিটির বাসের পেছনের দরজায় ঝুলতে থাকা তরুণ গলা ছেড়ে ধরে তাঁরই সুর, ‘সেই তুমি কেন এত অচেনা হলে…’

মাঝরাতে খোলা আকাশের নিচে বন্ধুদের আড্ডায় রকস্টার বন্ধু নিজের গান ফেলে গেয়ে ওঠে, ‘এখন অনেক রাত, খোলা আকাশের নিচে জীবনের অনেক আয়োজন আমায় ডেকেছে…’

এই স্মার্ট যুগেও মফস্বলের এক স্বপ্ন বিভোর কিশোর যে কিনা আজ পরিণত পুরুষ তার পুরোনো ক্যাসেটের ভাণ্ডার থেকে একটা অ্যালবাম বের করে ছুটির দিন দুপুরে ক্যাসেট প্লেয়ারে চালিয়ে দেয়, ‘…আরো বেশি কাঁদালে উড়াল দেবো আকাশে!’

আজকের এক কিশোর জন্মদিনে উপহার পাওয়া গিটারে প্রথম সুর তোলে, ‘হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথায় মুখর আমায় দেখো…’

হারানো প্রেম ‘সাবিত্রী রায়’, স্কুলের বন্ধু ‘অনিমেষ’ কিংবা রাতের ফুল ‘মাধবী’ আজো মানুষের মনে হাহাকার তুলে যায়। 

এরকম অসংখ্য গান, সুর আর কথা দিয়ে আমাদের মন ভরিয়েছেন গিটারের জাদুকর আইয়ুব বাচ্চু। চট্টগ্রামের কিশোর রবিন বাবার কাছ থেকে উপহার পেয়েছিলো এক গিটার। সেই যে গিটার তার বন্ধু হলো, আমৃত্যু বন্ধুর মতই পাশে রইলো। সেই রবিন হয়ে উঠলো বাংলা ব্যান্ডের দিকপাল আইয়ুব বাচ্চু। 

১৬ আগস্ট, আমাদের শৈশব-কৈশোর মাতিয়ে রাখা গায়কের জন্মদিন। আমাদের প্রেম-বিরহ-আনন্দ-কষ্টকে তিনি বেঁধেছেন সুরে, তুলে নিয়েছেন নিজের কণ্ঠে, ছড়িয়ে দিয়েছেন আরো লাখো-কোটি কণ্ঠে। আজও তাঁর গান শুনে, গিটারেরসুর শুনে প্রাণবন্ত কোন কিশোর হাতে তুলে নেয় জীবনের প্রথম গিটার। এভাবেই তিনি ছড়িয়ে যাবেন গিটার থেকে গিটারে, প্রজন্ম থেকে প্রজন্মে, সুরে আর গানে।

শুভ জন্মদিন আইয়ুব বাচ্চু। ভালো থাকবেন সুরের সীমানায়।

প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। ঢাকা ট্রিবিউন এর কোনও ধরনের দায় নেবে না।