‘অনলাইন ডেস্ক : শারীরিকভাবে অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলিউড অভিনেত্রী বিপাশা বসুকে।
শ্বাস-প্রশ্বাসজনিত কারণে বেশ কয়েকদিন ধরে হাসপাতালে আসা যাওয়ার মধ্যে থাকা এই অভিনেত্রীকে সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
একাধিক সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া বলছে, হাসপাতালে ভর্তির পর একজন বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে বিপাশার।
প্রাথকিভাবে জানা গেছে, মুম্বাইয়ে হিন্দুজা হেলথকেয়ারে ভর্তি রয়েছেন বিপাশা। সেখানেই পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং চিকিৎসা শুরু হয়েছে।
তবে এ ব্যাপারে বিপাশার পরিবার, স্বজন বা বন্ধুবান্ধবের কেউই মুখ খুলছেন না। বিস্তারিত কিছুই জানা সম্ভব হয়নি।
দীর্ঘদিন পর ‘আদাত’ নামের একটি ছবিতে স্বামী করণ সিং গ্রোভারের বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বিপাশা।