তিনি বলেন, নিজ দলের কর্মীদের শাস্তি দেওয়ার সাহস একমাত্র আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনারই রয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই যুব মহিলা লীগ নেত্রী শামীমা নূর পাপিয়াকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সেতু বিভাগে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, “পাপিয়াকে গ্রেফতার ও শাস্তি দিতে প্রধানমন্ত্রী নিজে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।”
তিনি আরও বলেন, “নিজ দলের কর্মীদের শাস্তি দেওয়ার সাহস একমাত্র আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনারই রয়েছে। তাই অপকর্ম করে পার পেয়ে যাবে এমনটা ভাবার কোনো সুযোগ নেই।”
উল্লেখ্য, স্বামী মফিজুর রহমান সুমনকে সঙ্গে নিয়ে মহিলা যুবলীগ নেত্রী পাপিয়া যৌন ব্যবসা ও অস্ত্র চোরাচালানে জড়িত ছিলেন বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
এমন অভিযোগে গত শনিবার রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেফতার করা হয়।