বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

গত রবিবার খালেদা জিয়ার স্বাস্থ্য অবস্থা সম্পর্কে তথ্য জানতে চান হাইকোর্ট

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা প্রতিবেদন আদালতে পৌঁছেছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক প্রতিবেদনটি সর্বোচ্চ আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।

গত রবিবার খালেদা জিয়ার স্থাস্থ্য অবস্থা সম্পর্কে তথ্য জানতে চান হাইকোর্ট। 

মেডিকেল বোর্ডের সুপারিশ অনুসারে খালেদা জিয়া অ্যাডভান্স থেরাপির জন্য সম্মতি দিয়েছেন কি না, দিলে সেই চিকিৎসা শুরু হয়েছে কি না, চিকিৎসা শুরু হলে এখন কী অবস্থা, বুধবারের মধ্যে তা জানিয়ে আদালতে এ প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়।