তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার মোটরসাইকেল প্রেমী। প্রায়ই তিনি তার সিনেমার ‘বাইক স্ট্যান্ট’ নিজেই করেন। এ কারণে প্রচুর আঘাত যেমন পেয়েছেন, প্রশংসাও কুড়িয়েছেন তিনি।

সম্প্রতি চেন্নাইয়ে ‘বালিমাই’ সিনেমার শুটিংয়েও আহত হয়েছেন অজিত। ঝুঁকিপূর্ণ একটি স্ট্যান্ট করতে গিয়ে বাইক নিয়ে পড়ে যান এই অভিনেতা। এতে বেশ গুরুতর আঘাত পান তিনি। তবে আঘাত পেয়েই থেমে থাকেননি অজিত। ওইদিনের শুটিং শেষ করে তবেই ফেরেন। 

অজিত জানিয়েছেন, আঘাত পেয়ে ওইদিনের শুটিং শেষ করতে পারলেও এখন কিছুদিন থাকে পুরোপুরি বিশ্রামে থাকতে হবে। ‘বালিমাই’র পরবর্তী শুটিং হবে হায়দ্রাবাদে। সুস্থ হয়েই তিনি সেখানে যাবেন।

‘বালিমাই’র মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো পরিচালক এইচ বিনোদ এবং বলিউডের প্রযোজক বনি কাপুরের সঙ্গে কাজ করছেন অজিত। তারা তিনজন একসঙ্গে গত বছর দক্ষিণে সুপারহিট সিনেমা ‘নেরকোন্ডা পারবাই’ উপহার দিয়েছেন। এটা হিন্দি ‘পিংক’ সিনেমার রিমেক।

‘বালিমাই’র সিনেমাতে অজিত পুলিশের চরিত্রে হাজির হবেন। চলতি বছরের দীপাবলিতে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
জেআইএম