ফাইল ছবি

যাত্রাবাড়ী থানাধীন কুতুবখালি থেকে গতকাল শনিবার রাতে তাকে আটক করে পুলিশ।
 
যাত্রাবাড়ী থানার ওসি মাজহারু ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুতুবখালি হোটেল রিদমের সামনে থেকে গিয়াস উদ্দিনকে আটক করা হয়। তার কাছে একটি বাজারের ব্যাগ ছিল। সেখানে বিভিন্ন শাকসবজির সঙ্গে একটি শোল মাছও ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার কাছে অবৈধ মাদকদ্রব্য থাকার কথা অস্বকীকার করেন। ওই ব্যক্তির শরীর তল্লাশি করেও কোনো মাদক পাওয়া যায়নি। পরে বাজারের ব্যাগে থাকা শৈল মাছের পেট থেকে একটি ছোট পুটলি বের করা হয়। সেখানে ১৮৫ পিস ইয়াবা পাওয়া যায়।

তার বিরুদ্ধে অইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।