ছবি: সংগৃহীত

জানা গেছে, বুধবার প্রবল বৃষ্টির মধ্যেই মানুষ দেখতে পান, আকাশ থেকে এক বিরাট আগুনের গোলা আকাশ থেকে ধেয়ে আসছে। রেল স্টেশনের কাছে তা বিকট শব্দে আছড়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। সেখানে অভিযোগ করা হয়, একটা উল্কা মাটিতে আছড়ে পড়েছে। পরে, ফায়ার সার্ভিস সেখানে পৌঁছে এবং বস্তুটিতে পরীক্ষা করে।

প্রথম জ্বলন্ত বস্তুটিকে বেশ কিছুক্ষণের চেষ্টায় নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। পাশাপাশি, জেলাশাসকের দফতর থেকে খবর পাঠানো হয় ভূতত্ত্ববিদ এস সি শর্মার কাছে। তিনি ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি পরীক্ষা করেন।

পরে তারা জানান, ওই বস্তুতি প্রধানত সোডিয়াম মৌল দিয়ে তৈরি এবং জলের সংস্পর্শে এসেই তা জ্বলতে শুরু করে। বস্তুটির নমুনা লখনৌয়ের ল্যাবে পাঠানো হয়েছে।

তবে, গোটা ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে।