অনলাইন ডেস্ক :বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল হয়ে গেল গত শুক্রবার সন্ধ্যায়। এ আয়োজনে রাজধানীর পুলিশ কনভেনশন সেন্টারে প্রবীণ ও নবীন চলচ্চিত্র শিল্পীদের নিয়ে বসেছিল তারার মেলা। শিল্পী সমিতির ইফতারে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক। চলচ্চিত্র শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন ফারুক, সুচন্দা, নূতন, রোজিনা, অঞ্জনা, মিশা সওদাগর, টেলি সামাদ, শিল্পী, শাবনূর, সাহারা, পলি, ফেরদৌস, রিয়াজ, পপি, রেসি, জায়েদ খান, আহমেদ শরীফ, আমিন খান, পূর্ণিমা, ইমন,আরজু, সাইমন, আন্না, শিরিন শিলা, জয় চৌধুরী, তানহা তাসনিয়া, অমৃতা, বিপাশা কবির, রোমানা নীড়সহ পরিচালক-প্রযোজক ও চলচ্চিত্র অঙ্গনের অন্যান্য সংগঠনের বিভিন্ন সদস্য।