গানের ভিডিও নির্মাণ করার অভিজ্ঞতা রয়েছে কণ্ঠশিল্পী হৃদয় খানের। টিভি নাটকে অভিনেতা হিসেবে আবির্ভূত হয়ে সবাইকে চমক দিয়েছিলেন তিনি। এবার হাজির হবেন নির্মাতা হিসেবে। তার পরিচালনাতেই ‘ট্র্যাপড’ নামের এই চলচ্চিত্রে অভিনয় করেছেন মোনালিসা।
এটি পরিচালনার ছাড়াও কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও চিত্রগ্রাহকের কাজ করেছেন হৃদয় খান নিজেই। পাশাপাশি এতে অভিনয়েও দেখা যাবে তাকে।
জানা গেছে, গত এক বছর ধরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির কাজ করছেন হৃদয় খান। চলচ্চিত্রটির পুরো শুটিং হয়েছে আমেরিকার বিভিন্ন মনোরম লোকেশনে। বর্তমানে এর কারিগরি অংশের কাজ চলছে।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির বিষয়ে হৃদয় খান বলেন, মিউজিক ভিডিও নির্মাণের অভিজ্ঞতা দিয়েই এ কাজটি করেছি। এটি ২০ মিনিটের চলচ্চিত্র। ইচ্ছা আছে এর সিক্যুয়াল নির্মাণ করার। কাজটি যদি দর্শকের ভালো লাগে তাহলে নিয়মিত নির্মাণের পরিকল্পনা আছে।
এ চলচ্চিত্রটি মুক্তির বিষয়ে জানা গেছে, কারিগরি অংশের কাজ শেষে পহেলা বৈশাখে হৃদয় খানের নিজের ইউটিউব চ্যানেল এইচকেতে প্রকাশ করা হবে চলচ্চিত্রটি।
এদিকে বর্তমান স্থায়ীভাবে আমেরিকায় বসবাস করছেন মোনালিসা। বিশ্ববিখ্যাত কসমেটিকস ও বিউটি প্রোডাক্ট সরবরাহকারী বহুজাতিক প্রতিষ্ঠান ‘সেফোরা’র বিউটি অ্যাডভাইজার হিসেবে কর্মরত আছেন তিনি।