নকল চাবি দিয়ে কেউ চুরির ঘটনাটি ঘটিয়েছে বলে সন্দেহ করছে পুলিশ
রাজধানীর মিরপুরে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের বাসায় চুরির ঘটনা ঘটেছে। বাসা থেকে ২৫ ভরি পরিমাণ স্বর্ণালঙ্কার ও নগদ ৬০০ ডলার নিয়ে গেছে চোরেরা।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। চুরির ঘটনায় মিরাজ বাদী হয়ে একটি মামলা করেছেন বলে জানান ওসি।
তিনি বলেন, মিরাজ গত কয়েকদিন ধরে বাসায় ছিলেন না। বুধবার ফিরে এসে তিনি বাসা থেকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ খোয়া গেছে দেখতে পান। বাসার দরজায় তালা দেওয়া ছিল।
নকল চাবি দিয়ে কেউ চুরির ঘটনাটি ঘটিয়েছে বলে সন্দেহ করছে পুলিশ।
ওসি সেলিমুজ্জামান বলেন, কীভাবে চুরি সংঘটিত হলো পুলিশ তা খতিয়ে দেখছে।