ধর্ষণের ঘটনা গত জানুয়ারির মাঝামাঝি সময়ে ঘটলেও তা জানাজানি হয় সম্প্রতি। গুলশান থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই তরুণী গত ১০ ফেব্রুয়ারি গুলশান থানায় মামলা করেন। তবে ১৫ দিন আগে মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলার আসামি হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন বলে জানান তিনি।
এ ব্যাপারে পিবিআই ঢাকা মহানগর দক্ষিণের পুলিশ সুপার শাহাদাত হোসেন বলেন, মামলা তদন্তের দায়িত্ব পেয়েছি বেশিদিন হয়নি। মামলাটির আগের তদন্তকারী কর্মকর্তা ওয়েস্টিন হোটেল থেকে বেশ কিছু আলামত সংগ্রহ করেছেন, যা আমরা হাতে পেয়েছি। আর সাক্ষীদের জবানবন্দিও নিয়েছি। তবে মেডিকেল রিপোর্ট এখনো হাতে পাইনি।