এরইমধ্যে বিশ্বের প্রায় ৯১টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা। এক লক্ষেরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৯৭ জনের।
ভারতে করোনায় আক্রান্ত হয়েছে অন্তত ৩১ জন। করোনার সংক্রমণ নিয়ে রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার জরুরি বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
আগাম ব্যবস্থা হিসেবে কলকাতার সবকটি সরকারি হাসপাতালের পাশাপাশি রাজ্যের প্রায় সমস্ত জেলা হাসপাতালেই করোনা চিকিৎসার পরিকাঠামো তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
সূত্র: আনন্দবাজার