‘দু-তিনজন নারীকে পছন্দ হয়েছিলো, বিয়ের কথাও এগিয়েছিলো। পরে দেখলাম আমার জীবনযাত্রার সঙ্গে মানিয়ে চলতে ওদের অসুবিধা হবে’
হিউম্যানস অব বম্বেকে সাক্ষাৎকার দিয়েছেন টাটা এমিরেটাস গ্রুপের চেয়ারম্যান রতন টাটা। সেখানে তার অবসরজীবন নিয়ে অনেক কথা বলা আছে। কেন তিনি বিয়ে করেননি আর কীভাবেইবা টাটা ন্যানো তৈরির পরিকল্পনা মাথায় এলো; এসব নিয়ে বিস্তৃত আলোচনা করেছেন তিনি।
রতন টাটা বলেন, “টাটা গ্রুপ অব কোম্পানিজের ব্যবসার পরিধি ও পরিসর বাড়াতে আমি নিজেকে সমর্পিত করেছিলাম। তাই বিয়ে করা হয়নি। তবে দু-তিনজন নারীকে পছন্দ হয়েছিলো। বিয়ের কথাও এগিয়েছিলো কিন্তু পরে দেখলাম আমার জীবনযাত্রার সঙ্গে মানিয়ে চলতে ওদের অসুবিধা হবে। তাই আর বিয়ে করিনি।”
ন্যানো প্রসঙ্গে বলতে গিয়ে টাটা বলেছেন, “আমি দেখতাম ঝড়-বৃষ্টিতে একটা পরিবার বাইকে চেপে ঘুরছে। সওয়ারি তিন-চারজন। সেই কষ্ট লাঘব করতে এবং জীবনের ঝুঁকি কমাতে আমরা বিকল্প আনার কথা ভাবি। যখন ন্যানো প্রথমে বাজারে ছাড়া হয়, তখন দাম একটু বেশি ছিল। কিন্তু আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম স্বল্পমুল্যে সেই গাড়ি বাজারে আনব। আর সেকথা রেখেছি। আমি এখনও সেই গাড়ির জন্য গর্বিত আর সিদ্ধান্ত নিয়েছি বাজারে থাকবে সেই গাড়ি।”
যদিও প্রত্যাশাপূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে টাটা ন্যানো। নিরাপত্তাজনিত একাধিক অভিযোগে বিদ্ধ এই গাড়ি। এমনকী, ইঞ্জিনে আগুন লেগে একাধিকবার দুর্ঘটনার কবলে পড়ারও ঘটনা ঘটেছে।