অনলাইন ডেস্ক : অভিষেকের জন্য ভালোবেসে রান্না করে দিলেন ঐশ্বরিয়া রাই। আর তাতে কিনা নাক শিঁটকালেন তিনি? অবশ্য পুরোপুরি তাকে দোষ দেওয়াও চলে না। ব্রকোলি খাবারটাই এমন যে কেউ চাইলেও আয়েশ করে খেতে পারবে না। অভিষেক বচ্চন সে সব অভিনেতার মধ্যে পড়েন যারা সিক্স প্যাক অ্যাবস, ট্রাইসেপ, বাইসেপের ধার ধারেন না। নিজ গুণে, অভিয় দক্ষতায় দর্শককে মুগ্ধ করতে জানেন। সিক্স প্যাক বানাতে নারাজ মানে এই নয় যে হেলথি থাকা পছন্দ করেন না।
মোটামুটি কড়া ডায়েটই ফোলো করেন। কিন্তু সেই ডায়েটে একটা জিনিস ঢুকলে তার ঘোর আপত্তি। সেটা হল ব্রকোলি। এই সবজিটা দু’চক্ষে সহ্য করতে পারেন না অভিনেতা। তাই জন্যই নিজের টুইটার হ্যান্ডেলে একটি ব্রকোলির ছবি পোস্ট করে লিখেছিলেন তিনি এই সবজিটাকে কতটা অপছন্দ করেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করাটাই হল কাল। তার স্ত্রী ট্ইুটারে নেই তো কি হয়েছে। স্বামীর সোশ্যাল মিডিয়ায় আপডেট তিনি ভালই রাখেন। অভিষেকের ব্রকোলির ট্ইুট ঐশ্বরিয়ার নজরে পড়তেই ২৪ ঘন্টার মধ্যে ব্রকোলি স্যালাড তুলে ধড়লেন স্বামীর মুখের সামনে। স্ত্রী ভালোবেসে স্যালাড বানিয়ে দিয়েছেন, সেটা না খেলে কি আর চলে? সবজিটা যতই অপছন্দ হোক, হেলথি ডায়েটে থাকতে গেলে এট মাস্ট। কিন্তু না। এই সালাদ খেতে পারলেন না অভিষেক। নাক শিটকালেন। তবে অভিষেকের টুইটের পরের দিনই ব্রকোলি স্যালাড বানিয়ে দেওয়া নিছকই ঠাট্টা। সেই স্যালাডের ছবি তুলে পোস্ট করে অভিনেতা লিখেছেন, আমার মিসেসের তার মানে আগের পোস্টটা নজরে পড়েছে।