ছবি: নাসার প্রকাশিত ‘গ্রেট রেড স্পট’র ছবি

মিক পেটার নামে একজন শিল্পী নাসার জুনো মহাকাশযানের জুনো ক্যাম ক্যামেরা দিয়ে এই রঙিন, ডিজিটাল আর্টওয়ার্ক তৈরি করেছিলেন। উজ্জ্বল রঙিন ফ্র্যাক্টাল ব্যবহারের মাধ্যমে গ্রেট রেড স্পটের চারপাশে ঘূর্ণায়মান বায়ুমণ্ডলীয় অঞ্চলগুলোকে দেখানো হয়েছে।

মহাকাশ সংস্থা নাসার মতে, ফ্র্যাক্টাল নামের এই আর্ট ফর্মটিতে বিভিন্ন রূপ, রঙ এবং আলোসহ গাণিতিক সূত্রগুলো ব্যবহার করা হয়েছে।

নাসার একটি বিবৃতি থেকে জানা যায়, রঙের আধিক্য ভরা ছবিটি দেখে মনে হবে কোনো জৈবকে মাইক্রোস্কোপে দেখা হচ্ছে। রঙগুলোও এমনভাবে ছড়িয়ে পড়েছে যা দেখতে পেট্রি অণুজীবের মতো মনে হয়।