অনলাইন ডেস্ক : ঈদ উপলক্ষে রেলের আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিনেও কমলাপুর রেলওয়ে স্টেশনে ভিড় করছেন টিকিটপ্রত্যাশীরা। আজ শনিবার সকাল ৮ থেকে দেওয়া হচ্ছে ১১ জুনের টিকিট। এছাড়াও রোববার ১২, সোমবার ১৩, মঙ্গলবার ১৪ এবং বুধবার ১৫ জুনের আগাম টিকিট দেওয়া হবে।
তবে রেল স্টেশনে গতকাল শুক্রবার বিকেলের পর থেকেই ভিড় করতে থাকেন টিকিট প্রত্যাশীরা। রাত বাড়ার সঙ্গে সঙ্গেই ভিড়ও বাড়ে স্টেশনে। নির্ঘুম রাত কাটিয়ে কাংঙ্খিত টিকিট পাওয়ার স্বস্তির কথা জানিয়েছেন অপেক্ষারত যাত্রীরা।

তবে টিকিট প্রদানের ধীরগতির অভিযোগ করেছেন অনেকে। এদিকে টিকিট কালোবাজারি ঠেকাতে সব ধরনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
টিকিট প্রত্যাশীরা জানান, টিকিট পাওয়ার জন্য তারা গতকাল শুক্রবার স্টেশনেই ইফতার ও আজ সকালে সেহারী করেছেন অনেকে।
এবার ঈদের ৫ দিন আগে থেকে বিশেষ ট্রেন চলাচল শুরু হবে। সারা দেশে ২ লাখ ৭০ হাজার যাত্রী বহন করবে রেল। সেইসঙ্গে চলবে সাত জোড়া বিশেষ ট্রেন।