হাইকোর্ট থেকে জামিন নিলেন জি কে শামীম

ক্যাসিনোকাণ্ড ও টেন্ডারবাজির ঘটনায় গ্রেফতার আলোচিত ঠিকাদার জি কে শামীম দুই মামলায় হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পেয়েছেন। অস্ত্র ও মাদকের দুই মামলায় সম্প্রতি শামীম হাইকোর্ট থেকে জামিন পান। তবে জামিনের বিষয়টি জানেন না বলে সাংবাদিকদের জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এফ আর খান। তবে তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে। 

জানা গেছে, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি এস এম মুজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ থেকে জামিন নেন শামীম। ৬ ফেব্রুয়ারি জামিনের আদেশ হয়। ১২ ফেব্রুয়ারি আদেশের কপি বের হয়। ওই আদালতে নিযুক্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফ আর খান জানিয়েছেন, তিনি জামিনের বিষয়টি জানেন না। 

বিডি প্রতিদিন/আল আমীন