‘তক্ষকের দাম ও তক্ষক দিয়ে তৈরি ওষুধ নিয়ে ব্যাপক গুজব ছড়ানো হয়েছে। আর গুজবে বিশ্বাস করে এক শ্রেণির লোকেরা রাতারাতি ধনী হবার স্বপ্নে তক্ষক শিকারে নেমেছে’
সিলেটের জকিগঞ্জ উপজেলা থেকে উদ্ধার ২৫টি তক্ষককে খাদিমনগর জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) বিকাল সাড়ে ৫টায় এসব তক্ষককে অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন জকিগঞ্জ সামাজিক বনায়ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইসলাম উদ্দি
পুলিশ জানায়, গত ১ ডিসেম্বর জকিগঞ্জ উপজেলার মবিনপুর এলাকার একটি বাড়ি থেকে ২৫টি তক্ষকসহ বিলাল আহমদ নামের এক ব্যক্তিকে আটক করেন জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) পরিতোষ পাল। ঘটনায় বিলাল আহমদকে আসামি করে বন্যপ্রাণী অপরাধ দমন আইনে একটি মামলা করে পুলিশ। মামলার শুনানি চলাকালে গত ১২ ডিসেম্বর জকিগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালত উদ্ধারকৃত তক্ষকগুলোকে বন বিভাগের সহায়তায় জাতীয় উদ্যানে অবমুক্ত করার আদেশ দেয়।
তক্ষকের দাম নিয়ে যা শোনা যায় তা গুজব বলেই জানিয়েছে বন বিভাগ। ঢাকা ট্রিবিউন
পরে আদালতের আদেশে গত বুধবার তক্ষকগুলোকে বনে অবমুক্ত করা হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুল নাসের জানান, কয়েক মাস আগে আদালতের আদেশ এলেও বুধবার বনবিভাগের লোকজন এসে তক্ষকগুলো নিয়ে গেছে।
বনবিভাগের কর্মকর্তা ইসলাম উদ্দিন বলেন, “উদ্ধার করা বাক্সেই তক্ষকগুলো রাখা ছিল। থানা থেকে বাক্স দিয়ে তক্ষকগুলো এনে বনে অবমুক্ত করা হয়েছে।”
আদালতের আদেশে তক্ষকগুলোকে বনে অবমুক্ত করা হয়। ঢাকা ট্রিবিউন
এদিকে, তক্ষক সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা জোহরা মিলা ঢাকা ট্রিবিউনকে বলেন, “তক্ষক (Gecko) গিরগিটি প্রজাতির র্নিবিষ নিরীহ বন্যপ্রাণী। সাধারণত পুরাতন বাড়ির ইটের দেওয়াল, ফাঁক-ফোকড় ও বয়স্ক গাছে এরা বাস করে। কীটপতঙ্গ, টিকটিকি, ছোট পাখি ও ছোট সাপের বাচ্চা খায়। আইইউসিএন এর লাল তালিকা অনুযায়ী এটি বিপন্ন বন্যপ্রাণী।”
তিনি আরও বলেন, “তক্ষকের দাম ও তক্ষক দিয়ে তৈরি ওষুধ নিয়ে ব্যাপক গুজব ছড়ানো হয়েছে। আর গুজবে বিশ্বাস করে এক শ্রেণির লোকেরা রাতারাতি ধনী হবার স্বপ্নে তক্ষক শিকারে নেমেছে। মূলত ব্যাপক নিধনই তক্ষক বিলুপ্তির প্রধান কারণ। তক্ষক দিয়ে তৈরি বিভিন্ন ওষুধের উপকারীরা নিয়ে সেসব শোনা যায়, বৈজ্ঞানিকভাবে তার কোনো ভিত্তি নেই। তারপরও এই গুজবটির কারণেই প্রাণীটি হারিয়ে যেতে বসেছে।”
আরও পড়ুন – হবিগঞ্জে মহাবিপন্ন বনরুই উদ্ধার