নেহা কক্করের শেয়ার করা ছবি

একটি রিয়্যালিটি শো থেকে গানের ক্যরিয়ার শুরু করেন নেহা। তখন এক ঘরের একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে এমনই জানিয়েছেন নেহা। নেহা বর্তমানে ঋষিকেশে একটি বিলাসবহুল বাংলোতে থাকেন, তার ছবি শেয়ার করেছেন। আর তার সঙ্গে সেই এক ঘরের বাড়ি, যেখানে তিনি জন্মেছিলেন তার ছবিও শেয়ার করেন।

সেই সময়ে বেশ অনটনেরই পরিবার ছিল তার। কিন্তু এখন নেহা ও তার ভাই দু’জনেই সফল। তাই একই শহরে বাংলো কিনেছেন তারা। নিজের অর্জন করা টাকায় বাংলো কিনে গর্বিত বলেও জানান তিনি।