অনলাইন ডেস্ক : কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় দাদি বাড়ি থেকে ফেরার পথে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চাকিরপশার ইউনিয়নে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ওই কিশোরীর সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় দাদি বাড়িতে গরুর দুধ দিয়ে বাড়ি ফিরছিলো ওই কিশোরী। পথে প্রতিবেশী সোহেল রানা(২০) তাকে পাশের একটি সুপারি বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে লোকজন ছুটে গেলে সোহেল পালিয়ে যায়।

পরে এলাকাবাসী গুরুত্র অসুস্থ্ অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে রাজারহাট হাসপাতালে ভর্তি করে। পরে কিশোরীর মা বাদি হয়ে রাজারহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেসুর রহমান বলেন, ধর্ষণের আলামত সংগ্রহের জন্য মেডিকেল পরীক্ষা করতে ওই কিশোরীকে আগামীকাল শনিবার কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হবে। আসামী সোহেলকে গ্রেপ্তারের তৎপরতা চলছে।