এ সময় তাদের কাছ থেকে ৯৮১ পিস ইয়াবা, ২২৪.১ গ্রাম হেরোইন, ৪৬৫ গ্রাম ৪০ পুরিয়া গাঁজা, ২০০ বোতল ফেনসিডিল ও ২৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
শুক্রবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের ডিসি মো. মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা করা হয়েছে।