টি-টোয়েন্টি দলে নতুন মুখ নাসুম

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৯ মার্চ প্রথম ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ মার্চ। ওয়ানডের পর চোট কাটিয়ে টি-টোয়েন্টি দলেও ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন। 

সিরিজে নতুন মুখ হিসেবে থাকছেন নাসুম আহমেদ। বাঁহাতি এই স্পিনার বিপিএলে খেলেছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে। দ্যুতি ছড়িয়ে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন এ স্পিনার। ১৩ ম্যাচ খেলে পেয়েছিলেন ৬ উইকেট। ইকোনমি ৭.২৬। স্ট্রাইক রেট ৪২।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ