এবি ডিভিলিয়ার্স (ছবি: সংগৃহীত)

২০১৮ সালের ২৩ মার্চ ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন এবিডি। তবে আইপিএলে খেলেছেন তিনি। গত বছর বিশ্বকাপের আগে অবসর ভেঙে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবি। সেই সময় তার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। এর পর বিশ্বকাপে চূড়ান্ত খারাপ পারফর্ম করে দক্ষিণ আফ্রিকা। সেই সময় অনেক সমর্থক এবিকে দলে ফেরানোর দাবি তুলেছিলেন। বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের জেরে দক্ষিণ আফ্রিকা দলের কোচ ও ক্যাপ্টেন বদল হয়। নতুন কোচ বাউচার টি-২০ বিশ্বকাপের আগে এবিকে দলে ফেরাতে চান বলে জানা গিয়েছে।

চক্কা মরা পর এবি ডি ভিলিয়ার্স (ছবি: সংগৃহীত)

অস্ট্রেলিয়ার ক্রিকেট ওয়েবসাইটে দেয়া এক সাক্ষাৎকারে বাউচার জানিয়েছেন, ‘আইপিএলের পরই আমরা এবিকে দলে ফেরাতে উদ্যোগ নেব। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমাদের অনেকগুলো ম্যাচ খেলতে হবে। ১ জুন থেকে শ্রীলঙ্কা সফর শুরু। সেই সিরিজে আমরা বিশেষ কিছু ক্রিকেটারদের বেছে নেব।

কিছুদিন আগেই এবি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। বাউচার এবার স্পষ্ট করে দিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে হলে এবিডিকে জুন মাসে শ্রীলঙ্কা সফরে দলের সঙ্গে থাকতে হবে।