বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
আদালত পরিচালনা করেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। আদালতকে সহায়তা করে র্যাব-১০ এর সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এর নেতৃত্বে একটি দল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম জানান, র্যাব-১০ এর সহায়তায় চকবাজারের দ্বেবিদাস ঘাট গলি এলাকায় কয়েকটি গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় অনুমোদনহীন, নকল, ক্ষতিকর ও নিম্নমানের প্রসাধনী তৈরি, মজুদ ও বাজারজাত করার অপরাধে মো. হারুন নামে একজনকে ২ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযানে প্রায় ২ কোটি টাকা মূল্যের নকল ও ভেজাল প্রসাধনী উদ্ধার করা হয়।
এ সময় ১০টি গোডাউন সিলগালা করে দেয়া হয়।
আটক ব্যক্তিকে ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।