ঢাকা: আধুনিক ঢাকা গড়তে নৌকা মার্কাকে বিজয়ী করতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোট। সংগঠনটির মতে, মাদক-সন্ত্রাস-জঙ্গিমুক্ত, নাগরিক সেবায় সমৃদ্ধি আনতে নৌকা প্রতীকের বিকল্প নেই।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।
সংগঠনটির সভাপতি মওলানা জিয়াউল হাসান বলেন, ঢাকা ভেঙে যে লক্ষ্যে দুই সিটির যাত্রা শুরু হয়েছিল তার সুফল নাগরিকেরা পাননি। একটু বৃষ্টিতে শহর তলিয়ে যায়, ঢাকার বাতাস বিশ্বের মধ্যে দূষিত বাতাস হিসেবে চিহ্নিত হয়েছে। এতে নগরবাসীরা উদ্বিগ্ন, হতাশ।
‘আমাদের সংস্কৃতির নগরী, বাংলা সাহিত্যের রাজধানী, মসজিদের শহর ঢাকা। বহু আন্দোলন-সংগ্রামের শহর ঢাকা। কিন্তু এই শহর এখন মাদক-সন্ত্রাসে ভরে উঠেছে, উন্নয়ন নেই। এজন্য মাদক-সন্ত্রাস-জঙ্গিমুক্ত, নাগরিক সেবায় সমৃদ্ধি আনতে নৌকা প্রতীকের বিকল্প নেই। পাশাপাশি আধুনিক ঢাকা গড়তে দুই সিটি করপোরেশনে নৌকা মার্কা প্রতীককে বিজয়ী করতে হবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোটের সহ-সভাপতি আব্দুস সোবহান মিয়া, সাধারণ সম্পাদক মাওলানা আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোসলেহ উদ্দিন ফোরকান, সদস্য মুফতি শরীফ হোসাইন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
ইএআর/এইচএডি/