কাটা আঙুল দিয়ে খুলছে স্মার্টফোনের লক! (ভিডিও)

বেলারুশের বাসিন্দা ইউরি ভিনোগ্রাদভ। তিন মাস আগে কারখানায় কাজ করতে গিয়ে ৫৩ বছরের ওই ব্যক্তির বুড়ো আঙুল কেটে যায়। যার জেরে ফিঙ্গার লক থাকা স্মার্টফোনের লক খুলতে পারছিলেন না। সেই কেটে যাওয়া আঙুল তিনি রেখেছিলেন ফ্রিজে। কিন্তু সম্প্রতি তিনি দাবি করেছেন, ফ্রিজারে রাখা ওই কাটা আঙুল দিয়েই তিনি আনলক করেছেন স্মার্টফোন। সেই আনলক করার ভিডিয়োও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তারপর বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা।

সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ফ্রিজে রাখা কাটা আঙুল তিনি বের করলেন। এরপর সেই আঙুল দিয়ে স্মার্টফোনের লক খোলার চেষ্টা করলেন। কিন্তু তাতে খুলল না লক। এরপর তিনি, সেই আঙুল ১০ মিনিট চুবিয়ে রাখলেন পানিতে। পানি থেকে তুলে ভাল করে মুছলেন। এবার সেই আঙুল স্মার্টফোনে কয়েকবার ধরতেই খুলে গেল লক।

বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ