চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে চোরাচালান চক্রের ৯ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত থেকে আসা একটি ফ্লাইট থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পরিচালক (অপারেশনস) এএসপি মাশকুর রহমান বলেন, এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে আবুধাবি থেকে এসে বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে নামেন ওই ৯ জন। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের সঙ্গে থাকা ব্যাগে বিভিন্ন ধরনের সিগারেট, মোবাইল ফোন, ল্যাপটপ, জুতা, থ্রি-পিস, ক্যামেরা, একটি স্বর্ণের বিস্কুট ও আমদানি নিষিদ্ধ ড্রোন পাওয়া যায়।
এএসপি মাশকুর বলেন, “তারা শুল্ক ফাঁকি দিয়ে বিভিন্ন ধরনের চোরাই পণ্য এনেছে। আমাদের ধারণা, ওই নয় জন দুটি আলাদা চোরাকারবারি গ্রুপের সদস্য।”
বিডি প্রতিদিন/এনায়েত করিম