প্রতীকী ছবি

বুধবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্যাস সরবরাহ বন্ধের কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

তিতাস কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাজধানীর মুগদা-মান্ডাসহ আশপাশের এলাকায় পাইপলাইন রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সকাল ১০টায় শুরু হয়ে কাজ চলবে দুপুর ২টা পর্যন্ত। ফলে মুগদা, মানিকনগর, ধলপুর, গোলাপবাগ, মান্ডা ও আশেপাশের এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।